২০২১ সালে চারটি প্রধান জলবায়ু পরিবর্তন সূচক রেকর্ড ভেঙেছে
2022-05-19 19:05:00

মে ১৯: বিশ্ব আবহাওয়া সংস্থার গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের তাপ, এবং সমুদ্রের অম্লকরণ—এই চারটি প্রধান সূচকের সবকটি ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশিত ‘বৈশ্বিক আবহাওয়া প্রতিবেদন, ২০২১’ অনুসারে, বিগত ৭ বছর ছিল ইতিহাসের সবচেয়ে গরম ৭টি বছর। ২০২১ সালে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব অব্যাহত গতি বেড়েছে। বিশ্বের গড় তাপমাত্রা শিল্পায়নের আগের সময়ের তুলনায় ১.১১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব পিটাররি তালাস বলেন, আবহাওয়ার পরিবর্তন আমাদের চোখের সামনে ঘটছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে তাপমাত্রা বৃদ্ধি পরবর্তী কয়েক প্রজন্মের মানুষের ওপরে প্রভাব ফেলবে। (ইয়াং/আলিম/ছাই)