ফরাসি প্রধানমন্ত্রীকে লি খ্য ছিয়াংয়ের অভিনন্দনবার্তা
2022-05-19 19:02:45

মে ১৯: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় এলিজাবেথ বোর্নকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান।

অভিনন্দনবার্তায় লি খ্য ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-ফ্রান্স সম্পর্কে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। উভয় দেশ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও শিক্ষা, যোগাযোগ, এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করে আসছে। সম্প্রতি দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের ফোনালাপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, চীন ও ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর চীন যথেষ্ট গুরুত্ব দেয়। দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা  থেকে নতুন ফলাফল অর্জনে এবং চীন-ইউরোপ সম্পর্কের সুষ্ঠু উন্নয়নে যৌথ প্রচেষ্টা ও নতুন অবদান রাখতে তিনি নতুন ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান লি খ্য ছিয়াং।  

(ইয়াং/আলিম/ছাই)