চীনা ও জাপানি পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও আলাপ অনুষ্ঠিত
2022-05-19 10:51:26

মে ১৯: গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং জাপানি পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশির ভিডিও ফোনালাপ করেছেন।

ওয়াং ই বলেন, গত বছর নতুন যুগে দ্বিপক্ষীয় সম্পর্ক গঠনে মতৈক্যে পৌঁছেছেন দু’দেশের নেতা; তাই কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু’দেশের রাজনৈতিক ভিত্তি মজবুত করা এবং যৌথভাবে দু’দেশের জনগণের মৈত্রী উন্নত করার আশা করে বেইজিং।

 

তিনি আরও বলেন, বর্তমানে তিনটি কাজ করা জরুরি। সঠিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক নিশ্চিত করা দরকার, দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার চালিকাশক্তি যোগানো এবং জাপানের উচিত প্রতিশ্রুতি মেনে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতিকর শক্তি নির্মূল করা।

 

হায়াশি বলেন, জাপান চীনের সঙ্গে আন্তরিক বিনিময় করে পারস্পরিক ভুল বোঝাবুঝি কমাতে চেষ্টা করবে এবং ভালোভাবে উত্তেজনাময় সমস্যা মোকাবিলা করবে; যাতে দ্বিপক্ষীয় রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)