ন্যাটো জোটে যোগদানের জন্য ফিনিশ পার্লামেন্ট ফিনল্যান্ডের আবেদনের পক্ষে ভোট দিয়েছে
2022-05-18 13:43:00

মে ১৮:  ন্যাটোতে যোগদানের জন্য গতকাল (মঙ্গলবার) ফিনিশ পার্লামেন্ট ফিনল্যান্ডের আবেদনের পক্ষে ভোট দিয়েছে।

ফিনিশ পার্লামেন্টে মোট ২০০টি আসন রয়েছে। এর মধ্যে ১৯৯ জনের ভোটাধিকার রয়েছে। ভোটে ১৮৮জন ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পক্ষে ভোট দেয়।  ৮জন এর বিরোধিতা করেছে এবং ৩জন ভোট দেয় নি।

 

পার্লামেন্টের অনুমোদনের পর, ফিনিশ সরকার এদিন সম্মেলন আয়োজন করে। সম্মেলনে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদনের বিষয়ে আলোচনা করা হয় এবং একটি প্রস্তাব উত্থাপন করা হয়। যা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর ফিনল্যান্ড ন্যাটোতে আবেদন জমা দেবে।

 

 

 

জিনিয়া/তৌহিদ/শুয়েই