সি চিন পিংয়ের সঙ্গে ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্টের ফোনালাপ
2022-05-18 16:04:51

মে ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও ফিলিপিন্সের নবনির্বাচিত  প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আজ (বুধবার) এক ফোনালাপে মিলিত হন। সি চিন পিং এ সময় মার্কোসকে সেদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

ফোনালাপে সি চিন পিং বলেন, গত ছয় বছরে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দু’দেশের মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দু’দেশ সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ নিয়ন্ত্রণ করে ইতিবাচকভাবে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা উন্নত করে চলেছে।

সি আরও বলেন, চীন ফিলিপিন্সের সঙ্গে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক। তা ছাড়া, চীন ফিলিপিন্সের সঙ্গে অবকাঠামো, কৃষি, জ্বালানিসম্পদ, শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীন অব্যাহতভাবে ফিলিপিন্সকে সমাজ ও অর্থনীতির উন্নয়নে ইতিবাচক সমর্থন ও সহায়তা দিয়ে যাবে।

জবাবে মার্কোস বলেন, ফিলিপিন্সের জনগণের দৃষ্টিতে চীন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। ফিলিপিন্স সরকার দু’দেশের সম্পর্কের ওপর বেশি গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে উচ্ছুক। (ছাই/আলিম/ওয়াং হাইমান)