জাতিসংঘ মানবাধিকার পরিষদে সরকারি কর্মদলীয় অধিবেশনে চীনা প্রতিনিধির আহ্বান
2022-05-17 11:24:40

মে ১৭: গতকাল (সোমবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের উন্নয়ন অধিকার-বিষয়ক সরকারি কর্মদলীয় ২৩তম অধিবেশনে ভাষণ দিয়েছেন চীনা প্রতিনিধি। এতে আন্তর্জাতিক সমাজকে উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া এবং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি।

কোভিড-১৯ মহামারী বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বড় হুমকি। মহামারীর পর পুনরুদ্ধার প্রক্রিয়ায় বিভিন্ন দেশের জনগণের যে উদ্বেগ- ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার জন্য তা গুরুত্বপূর্ণ।

 

বিভিন্ন দেশের উচিত বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবের ওপর গুরুত্ব দেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। যাতে ২০৩০ এজেন্ডার জন্য প্রাণশক্তি যোগানো যায়। জনগণকে কেন্দ্র করে উন্নয়ন তত্ত্বে অবিচল থাকা, জনগণকে নির্ভর করে উন্নয়ন বাস্তবায়ন করা এবং উন্নয়নের সাফল্য উপভোগ করার আহ্বান জানান চীনা প্রতিনিধি। এতে সহনশীল উন্নয়ন বাস্তবায়ন করা যাবে এবং বিভিন্ন দেশের মধ্যে উন্নয়নের ভারসাম্যহীনতা মোকাবিলা করা যাবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)