ইরানের পরমাণু আলোচনা উদ্যোগে যুক্তরাষ্ট্রের সাড়া দেওয়া উচিত
2022-05-17 12:08:53

মে ১৭: গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ইইউ’র সমন্বয়কারী, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের উপ-মহা সচিব এনরিক মোরা দেশটি সফরকালে ইরানের সার্বিক পরমাণু চুক্তি-সংক্রান্ত পক্ষের আলোচনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাড়া দেয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।

এদিন অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, মোরার সঙ্গে আলোচনায় দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী ও পরমাণু-বিষয়ক প্রধান আলোচক ‘স্পষ্ট উদ্যোগ’ ও কিছু ‘সমাধান পরিকল্পনা’উত্থাপন করেছেন। যুক্তরাষ্ট্র এসব প্রস্তাবে সাড়া দিলে, ইরানের পরমাণু চুক্তির সংশ্লিষ্ট পক্ষ ভিয়েনায় চুক্তিতে পৌঁছাতে পারবে।

তিনি আরো বলেন, ইরানের বৈধ অধিকারকে সম্মান করা উচিত। যুক্তরাষ্ট্রের উচিত সব নিষেধাজ্ঞা বাতিল করা।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)