ন্যাটোয় যোগ দেয়ার আবেদন করেছে ফিনল্যান্ড
2022-05-16 11:01:12

১৬ মে: ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করেছে। গতকাল (রোববার) দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিয়েসতে এ কথা বলেছেন।

এদিন তিনি দেশটির কূটনীতি ও নিরাপত্তা-বিষয়ক কমিটির যৌথ সম্মেলনে ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত জানান।

সম্মেলনের পর এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি জোর দিয়ে বলেন, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে চায় কোনও পক্ষের বিরুদ্ধে নয়, ‘জিরো সাম গেম’ খেলার জন্য নয়।

এদিন ন্যাটোর মহাসচিব জিন্স স্টলটেনবার্গ বলেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে তাদের সদস্য মর্যাদা ন্যাটোর অভিন্ন নিরাপত্তা জোরদার করবে।

নিয়ম অনুযায়ী, ন্যাটোর ৩০টি সদস্য দেশ একমত হলে নতুন সদস্য নেওয়া যায়। এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ পোষণ করেছিলেন।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)