বৈশ্বিক অর্থনীতিতে চীনের অবদান ১১.৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে
2022-05-15 16:54:42


মে ১৫: ২০২১ সালে চীনের জিডিপি ১১৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায় এবং বিশ্বের অর্থনীতিতে দেশটির অবদান ২০১২ সালের ১১.৪ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশে দাঁড়ায়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর বিগত দশ বছরে চীন অর্থনৈতিক শক্তি হিসেবে এক নতুন স্তরে পৌঁছেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনা  অর্থনীতির অবদান ছিল প্রায় ৩০ শতাংশ। চীনা অর্থনীতি  বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে বড় ইঞ্জিনে পরিণত হয়েছে।

জটিল বিশ্ব পরিস্থিতি ও মহামারীর প্রেক্ষাপটে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি জোর দিয়ে বলেছে যে, উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। এই প্রক্রিয়ায় উচ্চস্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্ব-নির্ভরতার মান উন্নত করতে হবে; খাদ্য, জ্বালানি ও সম্পদের নিরাপত্তা জোরদার করতে হবে; এবং শিল্প চেইন ও সরবরাহ চেইনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)