শ্রীলংকা ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের সাথেই থাকবে: লংকান প্রধানমন্ত্রী
2022-05-14 17:45:53

মে ৬: শ্রীলংকার নবনিযুক্ত প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে গতকাল (শুক্রবার) কলম্বোয় চীনা রাষ্ট্রদূত ছি চেন হোংয়ের সাথে সাক্ষাতে বলেন, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রেখে, ‘এক অঞ্চল, এক পথ’ উগ্যোগ বাস্তবায়নকাজে সংযুক্ত থাকবে তাঁর সরকার।

সাক্ষাতে তিনি চীনের বিভিন্ন সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নতুন সরকার কলম্বো বন্দর শহর ও হাম্বানটোটা বন্দরের মতো বড় আকারের সহযোগিতামূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করবে এবং শ্রীলংকায় চীনা কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।

এসময় চীনা রাষ্ট্রদূত বিক্রমাসিংহেকে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রীলংকার কঠিনতাকে চীন বুঝে এবং এ পরিস্থিতি কাটিয়ে উঠতে চীন দেশটিকে জরুরি মানবিক সহায়তা দেবে। বর্তমান জটিল পরিস্থিতিতে চীনা সংস্থা, চীনা কম্পানি ও চীনা নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শ্রীলংকান সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে বেইজিং আস্থাশীল। (ইয়াং/আলিম/ছাই)