এক দোকান থেকেই ২ হাজার লিটার তেল উদ্ধার
2022-05-13 18:48:18

ঢাকা, মে ১৩: বাংলাদেশে ভোজ্যতেলের সংকটের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় বিভাগ চট্টগ্রামের এক মার্কেটে অভিযান চালিয়ে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর দোকানে মজুদ করে রাখা তেল ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, চৌমুহনী কর্ণফুলী মার্কেটের মজুমদার স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এগুলো ঈদের আগে কিনে রাখা ছিল। মজুদ করা এসব তেল দোকানটি বেশি দামে বিক্রি করছিল।

আগে কিনে রাখা তেল সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা করে দোকানটিকে সিলগালা করে দেয়া হয়।

এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভি/ সাজিদ