ক্রমশ খারাপ হচ্ছে বৈশ্বিক খরা পরিস্থিতি
2022-05-12 14:41:41

মে ১২: গতকাল (বুধবার) জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তির পঞ্চদশ সম্মেলনে বিশ্বের খরা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ২০০০ সাল থেকে বিশ্বের খরা দুর্যোগ অনেক বেড়েছে। আর ১৯৯৮ থেকে ২০১৭ সালের মধ্যে খরা দুর্যোগে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

 

জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তির নির্বাহী সচিব ইব্রাহিম থিয়াউ বলেন, মাটি শুকিয়ে গেছে; উর্বর মাটিও বালিতে পরিণত হয়েছে, ফলে খরা আরো সম্প্রসারিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, খরা টেকসই উন্নয়নে বড় হুমকি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিকর।

জাতিসংঘের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর ১৬ কোটি শিশু টেকসই ও গুরুতর খরার সম্মুখীন হয়েছে এবং বিশ্বের ২.৩ বিলিয়ন মানুষ পানি সংকটে পড়েছে। আর ২০৫০ সালে বিশ্বের চার ভাগের তিন ভাগ মানুষ খরায় প্রভাবিত হবে।

(সুবর্ণা/এনাম/রুবি)