যুক্তরাষ্ট্রে পণ্যের বিক্রি কমেছে, কমেনি দাম
2022-05-12 14:26:12

মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছরের এপ্রিল মাস জুড়ে ভোগ্যপণ্যের চাহিদা কমলেও কমেনি দাম। বরং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য বলছে, গেল বছরের এপ্রিল মাসের চেয়ে চলতি বছরের একই সময়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে ৮ শতাংশের বেশি। 

যুক্তরাষ্ট্রের বার্ষিক দ্রব্যমূল্য সূচক চলতি বছরের মার্চ মাসে ছিলো সবচেয়ে বেশি। বিশেষ করে বাড়ির দাম, খাদ্যপণ্য, গৃহস্থালীপণ্য, বিমান ভাড়া ও নতুন গাড়ির দাম বেড়েছে। এর মধ্যে মাংস, মাছ, ডিম, দুধ, আটার মতো নিত্যপণ্যের দামও বেড়েছে। তবে এ সময়ে কিছুটা কমেছে সবজি ও ফলের দাম। 

তবে গেল এপ্রিলে জ্বালানী খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানায় শ্রম অধিদফতর। অধিদফতর বলছে, ১৯৮২ সালের পর এই প্রথম এতোটা মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সাজিদ/আনন্দী

তথ্য ও ছবি: সিজিটিএন