ফিনল্যান্ড ও ব্রিটেন যৌথ বিবৃতিতে ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা’ জোরদার করার ঘোষণা করেছে
2022-05-12 18:03:01

মে ১২: ফিনল্যান্ড ও ব্রিটেন গতকাল (বুধবার) একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, উভয় পক্ষের অনুরোধের প্রেক্ষিতে সামরিক খাতসহ পারস্পরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে বৈঠক করেন। দু’পক্ষ ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে এবং একটি যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফিনল্যান্ড ও ব্রিটেন আশা করে ‘যে কোনও পরিস্থিতির জন্য উপযুক্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করা দরকার”। পাশাপাশি, দুর্যোগ বা হামলার সময় দু’দেশ একে-অপরকে বিভিন্নভাবে সহায়তা করবে; এর মধ্যে সামরিক পদ্ধতিও থাকতে পারে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)