ইউরোপের উচিত নিজের নিরাপত্তা নিজের কাছে রাখা: সিএমজি সম্পাদকীয়
2022-05-11 22:40:01

মে ১১:  সোমবার ও মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যথাক্রমে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁর সঙ্গে ভিডিও ও ফোনালাপ করেছেন। এতে ইউরোপের নিরাপত্তা ইউরোপীয় দেশের হাতে রাখার কথা উল্লেখ করেছেন তিনি।

বর্তমানে রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষ ইউরোপে নেতিবাচক প্রভাব ফেলছে। নিরাপত্তা চ্যালেঞ্জ আরো বাড়ছে। এর মধ্যে জ্বালানি নিরাপত্তা সমস্যা বেশ জটিল হয়েছে। ইউরোপীয় দেশগুলোর জ্বালানির অভাব দেখা দিচ্ছে। এর ফলে ইউরোপের দ্রব্যমূল্য, প্রতিষ্ঠানের ব্যয় আরো বেড়ে যাবে।

আসলে ইউরোপকে নিয়ন্ত্রণ করা, ইউরোপের কৌশলগত স্বাধীনতা প্রক্রিয়াকে ভেঙ্গে দেওয়ার জন্য রুশ-ইউক্রেন সংঘর্ষকে আরো অবনতি করা যুক্তরাষ্ট্রের একটি উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র রুশ-ইউক্রেন সংঘর্ষ আরো বাড়িয়েছে, যাতে এর মাধ্যমে ইউরোপকে নিয়ন্ত্রণ করা যায়।

ইউরোপের অধিকাংশ দেশ ন্যাটোর সদস্য, তাদের উচিত নিজের স্বার্থের দিকে তাকিয়ে, ইউরোপের দীর্ঘস্থায়ী নিরাপত্তা বিবেচনা করা, রাশিয়ার সঙ্গে সহাবস্থানের উপায় খুঁজে বের করা এবং ইউরোপের দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা।

(শুয়েই/তৌহিদ)