চীনা-ফরাসি প্রেসিডেন্টদ্বয়ের ফোনালাপ
2022-05-11 10:31:06

মে ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ’র সঙ্গে ফোনালাপ করেছেন।

 

ফোনালাপে সি চিন পিং বলেন, গত ৫ বছর ধরে তিনি প্রেসিডেন্ট ম্যাকখোঁ’র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছেন। চীন-ফ্রান্স সম্পর্কের ইতিবাচক প্রবণতা রয়েছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য রক্ষায় চীন ও ফ্রান্স বড় দেশ হিসেবে দায়িত্ব পালন করেছে।

 

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও স্বাধীন দেশ হিসেবে চীন ও ফ্রান্সের উচিত স্বাধীনতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ভিত্তিতে সুদূরপ্রসারি দৃষ্টিতে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা।

 

প্রেসিডেন্ট সি বলেন, ফ্রান্সের সঙ্গে বিভিন্ন পর্যায়ের আদান-প্রদান বৃদ্ধি, চীন-ফ্রান্স সম্পর্কের সুস্থ উন্নয়ন এবং ফ্রান্সের সঙ্গে মিলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে ইচ্ছুক চীন।

 

সি চিন পিং আরও বলেন, দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা কাজে লাগিয়ে আগামী ৫ বছরে চীন-ফ্রান্স সহযোগিতার প্রধান বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করতে হবে। চীন ও ফ্রান্সকে বাস্তব বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে এবং জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে হবে।

 

প্রেসিডেন্ট ম্যাকখোঁ বলেন, ফ্রান্স-চীন সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দু’পক্ষ বরাবরই খোলাভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করে আসছে। গত ৫ বছরে দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে।

 

আগামী ৫ বছরে ফ্রান্স চীনের সঙ্গে কৃষি, বিমান এবং বেসামরিক পরমাণু ব্যবহারসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। (রুবি/এনাম/আকাশ)