অতিরিক্ত তেল সরবরাহে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করলো ব্রাজিল
2022-05-11 10:33:47

মে ১১: মূল্য বৃদ্ধির কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র ব্রাজিলকে তেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেছিল। কিন্তু মার্কিন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রাজিল। গতকাল (সোমবার) রয়টার্স এ তথ্য জানায়।

 

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ রাশিয়াকে কঠোর শাস্তি দিতে গিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যাপক বৃদ্ধি করেছে।

 

ফলে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রথমে মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোকে তেলের সরবরাহ বৃদ্ধির অনুরোধ করে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব ও আরব আমিরাত ওপেকের নির্ধারিত পরিমাণের বাইরে তেলের সরবরাহ বাড়াবে না বলে জানিয়ে দেয়। (রুবি/এনাম/আকাম)