‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বন্ধু গ্রুপের’ সম্মেলনে ওয়াং ই’র ভাষণ
2022-05-10 15:30:28

মে ১০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) বেইজিং থেকে ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বন্ধুদের গ্রুপের’ উচ্চপদস্থ ভিডিও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দেন

ভাষণে ওয়াং ই বলেন, গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্বজুড়ে উন্নয়নের প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং এর উদ্দেশ্য হলো উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক সমাজের গুরুত্ব তুলে ধরা, বিশ্বে অংশীদারিত্বের সম্পর্কের উন্নত করা, আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণ করা এবং এজেন্ডা-২০৩০য়ের উদ্দেশ্য বাস্তবায়নে নতুন চালিকাশক্তি যোগানো।

ওয়াং ই বলেন, বিশ্বজুড়ে উন্নয়নের প্রস্তাব উত্থাপনের পর পরই তা আন্তর্জাতিক সমাজের সমর্থন পেয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে চারটি মতামত দেন ওয়াং ই।

ওয়াং ই বলেন, চীন হলো বিশ্ব উন্নয়নের প্রস্তাব দানকারী এবং সহযোগিতা বৃদ্ধিকারী দেশ। প্রস্তাবের বাস্তবায়ন এগিয়ে নিতে এবং বিশ্বের উন্নয়নে নতুন অবদান রাখতে ভবিষ্যতে ধারাবাহিক বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওয়াং ই। লিলি/তৌহিদ/শুয়ে