ইভিএমে ভোটের বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচন কমিশনের: সিইসি
2022-05-10 18:33:04

ঢাকা, মে ১০: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন সিইসি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা কোনো চাপ অনুভব করছেন না। তিনি প্রধানমন্ত্রী নাকি আওয়ামী লীগের সভাপতি হিসেবে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার কথা বলেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলেও জানান সিইসি।

সিইসি বলেন, সব আসনে ইভিএমে ভোট করার মতো এখন তাদের সামর্থ নেই। ভোট ব্যালটে হবে না ইভিএমে, কতটি আসনে ইভিএমে হবে সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি পর্যালোচনাধীন রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ মতামত দিতে পারেন, রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারে। সবকিছু পর্যালোচনা করে ভোট কোন পদ্ধতি ও কেমন হবে সে সিদ্ধান্ত আল্টিমেটলি নির্বাচন কমিশনই নেবে। এ বিষয়ে নির্বাচন কমিশন স্বাধীন বলেও জানান তিনি।

হাশিম/শান্তা