আমেরিকার কোনো দেশকে ‘সামিট অফ দ্য আমেরিকা’ থেকে বাদ দেওয়া উচিত নয়: মেক্সিকোর প্রেসিডেন্ট
2022-05-09 15:48:42

মে ৯: মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রুস মানুয়েল লোপেজ ওব্রাদোর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমেরিকার কোনো দেশকে বাদ না-দিয়ে আমেরিকার নবম শীর্ষসম্মেলন আয়োজন করা উচিত।

হাভানায় তার প্রথম কিউবা সফরকালে গতকাল (রোববার) তিনি এই দাবি করেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনের সামনে জোর দিয়ে বলতে চাই, আমেরিকার কোনো দেশকে ‘সামিট অফ দ্য আমেরিকা’ থেকে বাদ দেওয়া উচিত নয়।

তিনি আবারও যুক্তরাষ্ট্রকে কিউবার ওপর থেকে দীর্ঘ ৬০ বছরব্যাপী নিষেধাজ্ঞা বাতিল করার অনুরোধ জানাবেন বলে উল্লেখ করেন লোপেজ।

লোপেজের সফরকালে মেক্সিকো ও কিউবা যৌথ বিবৃতি স্বাক্ষর করেছে এবং দু’দেশের সরকার অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করার ইচ্ছা প্রকাশ করেছে। দু’দেশের স্বাস্থ্যমন্ত্রীরা সহযোগিতা চুক্তিও স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, পরিকল্পনা অনুযায়ী আমেরিকার নবম শীর্ষসম্মেলন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। বাইডেন সরকার ইতোমধ্যে বলেছে যে, কিউবা, ভেনিজুয়েলা ও নিকারাগুয়াকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে।

(লিলি/তৌহিদ/শুয়ে)