কিউবার হোটেল বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৬
2022-05-08 15:57:10

মে ৮: কিউবার পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক আছেন। কিউবার গণস্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (শনিবার) এই তথ্য জানায়।

কিউবার গণস্বাস্থ্য মন্ত্রণালয় এদিন জানায়, শনিবার বেলা ৫টা পর্যন্ত, এই বিস্ফোরণে ২৬জন নিহত হয়। তাদের মধ্যে ৪টি শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং একজন বিদেশি রয়েছেন। আরো ৮০জন আহত হয়েছে; তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

জানা গেছে, বিস্ফোরণের সময় হোটেলে ৫১জন কর্মী এবং ২জন বাইরে থেকে আসা মেরামত কর্মী ছিলেন। তাদের মধ্যে ১১জন নিহত হয়েছে। এখনও ১৩জন নিখোঁজ আছে এবং ছয়জন হাসপাতালে ভর্তি আছে।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে কর্মকর্তা গ্যাস লিকেজকে দায়ী করছেন।

পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল সারাতোগা হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। এ সংকট কাটিয়ে চারদিন পর এটি পুরোদমে চালু হওয়ার কথা ছিল। বিস্ফোরণের কারণে  হোটেলটি চালু করা যাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)