কোভিড রিকভারি সূচকে বাংলাদেশ বিশ্বে পঞ্চম, দক্ষিণ এশিয়ায় শীর্ষে
2022-05-07 19:27:12

 

ঢাকা, মে ০৭:  করোনা মহামারি সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সেই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বাংলাদেশ ।

 

সম্প্রতি প্রকাশিত জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিক্কেই এশিয়া কোভিড-১৯ রিকভারি সূচকের সর্বশেষ র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৮০ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ, এরপরে নেপাল ৭৯ স্কোর নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে।

 

সূচকে বিশ্বের ১২১টি দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কাতার। এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান। যেখানে মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম।

 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ২৩ নম্বর অবস্থানে পাকিস্তান ও ৭০তম অবস্থানে রয়েছে ভারত। করোনা বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের ব্যবস্থাপনা, টিকাদান ও সামাজিক কার্যক্রমের ওপর ভিত্তি করে তৈরি করা হয় এই তালিকা।

 

ঐশী/শান্তা