মহামারিতে দেড় কোটি মানুষের মৃত্যু!
2022-05-06 15:27:59

মে ৬: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গতকাল (বৃহস্পতিবার) সর্বশেষ অনুমান অনুযায়ী, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকান দুই মহাদেশের বাসিন্দা।

 

হু’র অনুমান অনুযায়ী, ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা মহামারিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃতের সংখ্যা প্রায় ১ কোটি ৪৯ লাখ ১০ হাজার। তবে প্রকৃত সংখ্যা ১ কোটি ৩৩ লাখ এবং ১ কোটি ৬৬ লাখের মধ্যে।

 

হু বলেছে, ১ কোটি ৪৯ লাখ ১০ হাজার মৃতের মধ্যে মাঝারি আয়ের দেশের অনুপাত ৮১ শতাংশ, আর নারীর চেয়ে পুরুষ বেশি এবং প্রবীণদের সংখ্যা সবচেয়ে বেশি। (শিশির/এনাম/রুবি)