মহাকাশে চীনের ‘থিয়ান হ্য’ উতক্ষেপণের প্রথম বার্ষিকী
2022-05-06 18:29:09


 

মে ৬: গত ২৯ এপ্রিল ছিল চীনের স্পেস স্টেশন ও কেন্দ্রীয় ক্যাবিন উতক্ষেপণের প্রথম বার্ষিকী। এবছর আমরা সবাই চীনের মনুষ্যবাহী ‘প্রথম’ উতক্ষেপণ প্রত্যক্ষ করেছি।

 

২০২১ সালের ২৯ এপ্রিল চীনের মহাকাশ স্পেস স্টেশনের কেন্দ্রীয় ক্যাবিন সফলতার সঙ্গে উতক্ষেপণ করা হয়েছে। যার মধ্য দিয়ে শুরু হয়েছে চীনের মহাকাশ স্পেস স্টেশনের সার্বিক নির্মাণকাজ।

 

২০২১ সালের ৩০ মে থিয়ান হ্য কেন্দ্রীয় ক্যাবিন থিয়ান চৌ-২-এর সঙ্গে দ্রুত সংযুক্ত হয়েছে। ২০২১ সালের মে মাসে থিয়ান হ্য কেন্দ্রীয় ক্যাবিনে প্রথম পর্যটক ভ্রমণ করেন।

 


২০২১ সালের ১৭ জুন চীনের মহাকাশ স্টেশনে প্রথম দলীয়ভাবে পর্যটকরা বাস করতে শুরু করে। শেন চৌ-১২ মনুষ্যবাহী মহাকাশযান সাফল্যের সঙ্গে উতক্ষেপণ করা হয়েছে এবং তিনজন নভোচারী নিয়ে হাই শেং, লিউ বো মিং ও থাং হোং বো প্রথমবারের মতো কেন্দ্রীয় ক্যাবিনে প্রবেশ করে বসবাস শুরু করেন।

২০২১ সালের ১৬ অক্টোবর, থিয়ান হ্য কেন্দ্রীয় ক্যাবিনে নতুন দলীয় অতিথি প্রবেশ করেন। চীনের শেন চৌ -১৩ মহাকাশযান সাফল্যের সঙ্গে উতক্ষেপণ করা হয়েছে। তিনজন নভোচারী জাউ চি কাং, ওয়াং ইয়া পিং ও ইয়ে কুয়াং ফু মহাকাশ স্টেশনে বাস করা শুরু করেন।


 


 

২০২১ সালের ৭ নভেম্বর শেন চৌ-১৩ মহাকাশযানের নভোচারী প্রথমবারের মতো ক্যাবিন থেকে বের হয়ে কাজ করেন। ওয়াং ইয়া পিং চীনের প্রথম নারী, যিনি ক্যাবিন থেকে বের হয়ে কাজ করেন।

 

রুবি/এনাম