মহামারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন সি চিন পিং
2022-05-06 16:20:01

মে ৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির এক কর্মসভা অনুষ্ঠিত হয়েছে।  চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে সভাপতিত্ব করেন।

 

সভায় বলা হয়েছে, মহামারির প্রাদুর্ভাবের পর থেকে চীন মানুষকে সবকিছুর উপরে স্থান দেওয়ার ভিত্তিতে পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, যার ফলে মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।

 

সভায় বলা হয়, চলতি বছরের মার্চ মাস থেকে নিম্ন থেকে উচ্চ পর্যায়ের সকলের যৌথ প্রচেষ্টায় উহান রক্ষার লড়াইয়ের পর সবচেয়ে কঠোর পরিস্থিতি ও কঠিন পরীক্ষা পার করেছে চীন।

 

বাস্তবতা থেকে জানা গেছে, চীনের প্রতিরোধ ব্যবস্থা বৈজ্ঞানিক ও কার্যকর। উহান লড়াইয়ে জয়ী হয়েছে, এবং অবশ্যই শাংহাই লড়াইয়েও জয়ী হবে এই ব্যবস্থা তথা চীন।

 

কর্মসভায় আরও বলা হয়েছে, বর্তমানে সারা বিশ্বে প্রকোপ অব্যাহত রয়েছে। ভাইরাসের নানা প্রজাতি অব্যাহতভাবে দেখা দিয়েছে। মহামারির ভবিষ্যত কী এবং কেমন হবে, তা এখনও অনিশ্চিত। তাই  এবিষয়ে এখনই শিথিল হওয়ার সময় নয়। চীন বরাবরই সিপিসির কেন্দ্রীয় কমিটির মহামারি প্রতিরোধক ব্যবস্থায় অবিচল থেকে ‘গতিশীল শুন্য নীতি’ বাস্তবাযনের প্রচেষ্টা চালাবে।

 

কর্মসভায় আরও বলা হয়েছে, প্রতিজ্ঞ হলে জয়ী হওয়া যায়। মহামারি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কাজ বর্তমানে এক সন্ধিক্ষণে এসেছে। বিভিন্ন পর্যায়ের সরকারকে প্রতিজ্ঞ হয়ে আগেকার সাফল্য রক্ষার পাশাপাশি মহামারি ঠেকানোর আত্মরক্ষামূলক প্রতিরোধ গড়ে তুলতে হবে। (রুবি/এনাম/শিশির)