মহামারী শেষ হতে এখনো অনেক দেরি: ইউরোপ ওষুধ ব্যুরো
2022-05-06 19:40:06


মে ৬: ইউরোপ ওষুধ প্রশাসন ব্যুরো প্রধান গতকাল (বৃহস্পতিবার) জানান, করোনা মহামারী শেষ হতে এখনো অনেক সময় বাকি। তাই এখন ব্যুরোর কাজের গুরুত্ব হচ্ছে ওমিক্রনসহ নানা প্রজাতির বিরুদ্ধে উন্নত টিকার অনুমোদন সেপ্টেম্বরের আগে পাওয়া। 


গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ইইউতে করোনা মহামারী পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে বিশ্বব্যাপী এখনো আক্রান্তের সংখ্যা অনেক বেশি। মহামারী দীর্ঘমেয়াদে থাকবে। তা মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে। তাই বিশ্ববাসীকে সতর্ক থাকতে হবে। 


তিনি বলেন, ইউরোপে টিকা নেয়া প্রায় এক মিলিয়ন ষাটোর্ধ প্রবীণের প্রাণ বাঁচিয়েছে। তাই যারা এখনো টিকা নেননি, তাদেরকে টিকা নিতে হবে। 

(আকাশ/এনাম/রুবি)