চীনের বিরুদ্ধে পরমাণু হুমকি নিয়ে অপপ্রচারে লিপ্ত যুক্তরাষ্ট্র
2022-05-06 18:41:26

মে ৬: যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যে পরমাণু হুমকি নিয়ে অপপ্রচার করছে, তার বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের এ আচরণের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মার্কিন পরমাণু শক্তি রক্ষা ও জোরদার করা। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পরমাণু হুমকির উত্স।

 

আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

 

চাও লি চিয়ান বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পরমাণু হুমকি। দেশটির আছে বিশ্বের সেরা পরমাণু অস্ত্র। তারপরও দেশটি পরমাণু শক্তি উন্নয়নে ট্রিলিয়ন ডলার অর্থ ব্যয় করছে।  তাছাড়া, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি ও মাঝারি পাল্লার পরমাণু শক্তি চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে। পরমাণু অবিস্তার চুক্তির অনুমোদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

 

(রুবি/এনাম/শিশির)