কোভিডের নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে টিকার সুস্পষ্ট ভুমিকা আছে: হু
2022-05-05 11:09:23

মে ৫: গতকাল (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ দেখা দেওয়ার পরও, গুরুতর অসুস্থতা ও মৃত্যুর হার প্রতিরোধে কোভিডের বিদ্যমান টিকার কার্যকারিতা স্পষ্ট। তাই সবার উচিত টিকা গ্রহণ করা।

হু’র মহাপরিচালক তেদ্রোস আদহানম বুধবার এক প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, গত বছরের শেষ নাগাদ ওমিক্রন ভ্যারিয়েন্ট দেখা দেওয়ার পর বিএ.৪ ও বিএ.৫ নামক দু’টো স্ট্রেইন সম্পর্কে রির্পোট পাওয়া যায়। এই স্ট্রেইনগুলো দক্ষিণ আফ্রিকায় রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ।

তিনি আরও বলেন, নতুন স্ট্রেইন ওমিক্রনের অন্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বেশি ক্ষতিকর কি না, বলা মুশকিল। তবে, ইতোমধ্যে যারা টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে গুরুতরভাবে অসুস্থ হওয়া বা মৃত্যুর হার অনেক কম। (প্রেমা/আলিম/ইয়াং)