চীনে গ্রীষ্মকে স্বাগত জানায় গোলাপঝাড়
2022-05-04 19:32:39

মে ৪: আগামীকাল চীনের লি সিয়া সৌরপদ। এটি গ্রীষ্মকালের প্রথম সৌরপদ। চীনের গ্রীষ্মকালে সর্বপ্রথম ফুটে গোলাপঝাড়। এ ফুলের নানা রঙ রয়েছে, তবে গোলাপী ও সাদা রঙের ফুল বেশি দেখা যায়।

 

চীনের অতীতকালে অনেক কবিতায় এ ফুলের মধ্য দিয়ে নারীকে বর্ণনা করা হয়েছে। কবিতার লাইনগুলোতে গোলাপঝাড়ের কোমল সৌন্দর্য্য তুলে ধরা হয়েছে।


 

চীনা চিকিত্সকদের মতে গোলাপঝাড়ের মূল থেকে পাতা ও ফুল পর্যন্ত ওষুধের ভালো উপাদান। একে ব্যবহার করলে শরীর থেকে গ্রীষ্মকালের উত্তাপ ও আদ্রতা দূর হয়। শুকনো গোলাপঝাড় চাউলের সঙ্গে জাউ করে খেলে শরীর সুস্থ থাকে। (রুবি/এনাম/শিশির)