গ্রিস ও জার্মানির বিকল্প পাইপ-লাইন থেকে পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস সরবরাহ করা হচ্ছে
2022-05-03 19:17:50


মে ৩: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশসমূহের জ্বালানি মন্ত্রীগণ গতকাল (সোমবার) ব্রাসেলসে এক জরুরি সভায় অংশগ্রহণ করেছেন। 


তাতে জ্বালানি সরবরাহের উপর রুশ-ইউক্রেন সংকটের প্রভাব নিয়ে তাঁরা মত বিনিময় করেন। বিশেষ করে ইইউকে রাশিয়ার প্রকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করার বিষয়টি মোকাবিলা নিয়ে আলোচনা করা হয়।   


জ্বালানি-বিষয়ক ইউরোপীয় কমিশনের একজন সদস্য সভা শেষে এক সংবাদ সম্মেলনে জানান, রাশিয়া ইতোমধ্যে পোল্যান্ড ও বুলগেরিয়াকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত করেছে। যে কোন ইইউ সদস্য আগামীতে এ ধরণের পরিস্থিতির মুখোমুখি হতে পারে। 

           

তিনি আরো জানান, ইউরোপে এখন প্রাকৃতিক গ্যাস সরবরাহে সরাসরি কোনো ঝুঁকি নেই। কারণ পোল্যান্ড ও বুলগেরিয়ায় সরবরাহ ইতোমধ্যে গ্রিস ও জার্মানির বিকল্প পাইপ-লাইন থেকে নিশ্চিত করা হয়েছে।

  

রাশিয়া হচ্ছে ইউরোপের জ্বালানির অন্যতম উত্স। ইইউ’র ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে আসে। 

(আকাশ/এনাম/রুবি)