বাংলাদেশে কাল ঈদ
2022-05-02 17:18:11

ঢাকা, মে ২: বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে আগামীকাল।  রোববার দেশের আকাশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ২ মে সোমবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে ঈদ হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

মহামারি করোনা ভাইরাসের কারণে গত দুই বছর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত না হলেও এবার এখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও এবার অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে- সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত। আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

হাশিম/শান্তা