শান্তি মিশনে নতুন অস্ত্র প্রতিস্থাপনের প্রস্তাব বাংলাদেশ সেনাবাহিনীর
2022-04-27 20:05:07

 

ঢাকা, এপ্রিল ২৭: শান্তিরক্ষা মিশনের বাংলাদেশি কন্টিনজেন্টগুলোতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম পরিবর্তন করে বাংলাদেশ থেকে নতুন অস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপন করার জন্য প্রস্তাব দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে জাতিসংঘ সদরদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন প্রস্তাব দেন সেনাপ্রধান।

 

বুধবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল দুই দিন নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর পরিদর্শনের সময় জাতিসংঘের সিকিউরিটি অ্যান্ড সেফটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি সেনাপ্রধান।

 

সেনাপ্রধানের নতুন অস্ত্র ও সরঞ্জাম প্রতিস্থাপনের প্রস্তাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মতি প্রকাশ করেন।

 

বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নৈতিকতা, এবং নিয়মানুবর্তিতার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের কর্মকর্তারা। এসব কারণেই বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

 

অভি/শান্তা