বিলম্বিত ট্রেন ও ফেরিঘাটে যানজটে শুরু ঈদ যাত্রা
2022-04-27 20:09:54

ঢাকা, এপ্রিল ২৭:বাংলাদেশে  ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে নিজের নিজের  বাড়ি ফেরা শুরু করেছেন যাত্রীরা। ঈদ যাত্রার প্রথম দিনে বিলম্বে ছেড়েছে ট্রেন। আর ফেরিঘাটগুলোতে পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

 

ঈদ যাত্রার শুরুতেই বিলম্বিত ট্রেনের শিডিউলের কারনে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করা যাত্রীরা। ট্রেনের বিলম্বের হার কমিয়ে আনারও দাবি জানান তারা। আজ বুধবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের বেশ পরে ছেড়ে যায়।

এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির অপেক্ষায় রয়েছে চার শতাধিক যানবাহন। পণ্যবাহী এসব ট্রাক ১৬ থেকে ১৮ ঘণ্টা ধরে অপেক্ষা করছে, তবু পাচ্ছে না ফেরির নাগাল।

অপেক্ষমান এসব যানবাহনের মধ্যে রয়েছে দূরপাল্লার শতাধিক বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঈদের আগে-পরের ১০ দিন পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পরই দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে।

তানজিদ/শান্তা