পুষ্টিসেবার মান উন্নত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
2022-04-24 18:34:11

 

ঢাকা, এপ্রিল ২৪: বাংলাদেশে পুষ্টিসেবার মান উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার  রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি দিবস ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক আরো বলেন, দেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। বাংলাদেশে পুষ্টি সেবা ও প্রাইমারি হেলথ কেয়ারে অনেক উন্নতি হয়েছে বলে জানান তিনি।  হেলথ কেয়ারের মাধ্যমে সেবার পাশাপাশি কী খেতে হবে এবং কী খাওয়া উচিত নয় সে বিষয়েও মানুষকে শিক্ষা দেওয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘সংক্রামক ব্যাধি টিবি, পোলিও ও ম্যালেরিয়ার মতো রোগ কন্ট্রোলে রাখতে পেরেছি। এজন্য মৃত্যুর হার কমেছে। কিন্তু আমাদের অসংক্রামক রোগ বাড়ছে অনেক। ক্যানসারের মতো রোগ বাড়ছে। এসবের জন্য খাদ্যাভ্যাস ও জীবনাচরণের দিকে নজর দিতে হবে। এমন খাবার খেতে হবে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।’

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে করোনা সংক্রমণ আবার বাড়ছে উল্লেখ করে দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।

শান্তা/হাশিম