হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী
2022-04-09 17:08:09

ঢাকা, এপ্রিল ৯: হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরের ঝুঁকিপূর্ণ আসানমারা বেড়িবাঁধ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

 এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, পরের বছর বাঁধের কাজ আরও ভালোভাবে করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতি বছরই কিছু কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, 'গত কয়েকদিন সুনামগঞ্জের কৃষকদের জন্য বিপজ্জনক ছিল। প্রথম ধাক্কা সামলানো গেছে। এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছেছে। এই সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে ।'

আগামী দুদিন বৃষ্টিপাতের আশংকা আছে উল্লেখ করে হাওররক্ষা বাঁধগুলোকে নিবিড় তদারকিতে রাখার আহ্বান জানান মন্ত্রী। একইসঙ্গে দ্রুত ধানকাটা সারতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথাও জানান তিনি।


তানজিদ/শান্তা