গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ
2022-04-06 18:47:43

ঢাকা, এপ্রিল ০৬: বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন।

বুধবার কমিশনের সম্মেলন কক্ষে এ সংলাপের আয়োজন করা হয়। এই ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ২২ জন ।

এর আগে, ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে তৃতীয় দফায় দেশের ২৩টি দৈনিক পত্রিকার সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে ১৯ জন বাংলা পত্রিকার এবং চারজন ইংরেজি পত্রিকার সম্পাদক। এছাড়া বিভিন্ন পত্রিকার ১১ জন জ্যেষ্ঠ সাংবাদিক এ সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

মূলত নির্বাচন নিয়ে সাংবাদিকদের পরামর্শ নিতেই সাংবিধানিক প্রতিষ্ঠানটির এই সংলাপের আয়োজন। এর আগে বিগত মাসে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দফায় সংলাপে বসে কমিশন।

অভি/শান্তা