বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
2022-04-05 20:01:51

ঢাকা, এপ্রিল ৫: বাংলাদেশে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এবারের এমবিবিএস পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই ছাত্রী।

এর আগে গেল শুক্রবার দেশের ৫৭টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের টেলিটক নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

সাজিদ/শান্তা