বিবিয়ানা গ্যাসক্ষেত্র: বন্ধ থাকা ৩ কূপে গ্যাস উত্তোলন শুরু
2022-04-05 19:56:02

ঢাকা, এপ্রিল ০৫: বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা তিনটি কূপের গ্যাস উত্তোলন শুরু হয়েছে।

মঙ্গলবার শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এশিয়ার সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানায় রয়েছে ২৬টি কূপ। এর মধ্যে ছয়টি কূপের পাইপলাইনে ময়লা জমে যায়। তাই গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়।  বন্ধ থাকা তিনটি কূপে ভোর থেকে গ্যাস উত্তোলন স্বাভাবিক হয়েছে। তবে বাকি তিনটি কূপে গ্যাস উত্তোলন স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।’

হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিচালনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরন। দেশে উৎপাদিত গ্যাসে