১দিনে টিকা নিলেন সাড়ে ৭ লাখ মানুষ
2022-03-17 19:22:53

ঢাকা, মার্চ ১৭: প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৭ হাজার আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ২৭ হাজার মানুষ। এদিকে একই দিন বুস্টার ডোজ নিয়েছেন ২ লাখ ৪৪ হাজার জন।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত সারাদেশে টিকা প্রয়োগ করা হয়েছে ২২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৩ লাখ ৮ হাজার মানুষ। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ কোটি ৮ লাখ ৪০ হাজারের মতো মানুষ। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৫৫ লাখ সাড়ে ২৭ হাজার মানুষ।

বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। টিকাগুলো হলো- অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন।

অভি/সাজিদ