ঢাকায় পৌঁছেছে নাবিক হাদিসুরের লাশ
2022-03-14 19:20:45

ঢাকা, মার্চ ১৪: রুশ-ইউক্রেন যুদ্ধে হামলার শিকার জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র নিহত বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমানের লাশ ঢাকায় পৌঁছেছে। সোমবার দুপুর ১২ টার দিকে লাশবাহী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

হাদিসুর রহমান ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। জাহাজটি তুরস্ক থেকে রওনা হয়ে গেল ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে।

গেল ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ সময় জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে নোঙর করা অবস্থায় আটকা পড়ে।

২ মার্চ বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেন সময় ৫টা ২৫ মিনিটে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। মারা যান হাদিসুর রহমান।

পরে জীবিত ২৮ নাবিককে ৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়।

মিম/সাজিদ