পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়
2022-03-14 19:22:17

ঢাকা, মার্চ ১৪: পাকিস্তানকে ৯ রানে হারিয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই ইতিহাস গড়ল বাংলাদেশ।

সোমবার নিউজল্যান্ডের হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৪ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের নারীদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

নতুন এ রেকর্ডে বড় অবদান ফারজান হক ও নিগার সুলতানার। ফারজানের ৭১ ও নিগার সুলতানার ৪৬ রানে ভর করে তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে তোলেন ৯৬ রান। এছাড়া, ওপেনার শারমিন আকতার করেন ৪৪ রান।

কৃতিত্ব বোলারদেরও কম নয়। ফাহিমা খাতুন ও রুমানা আহমেদের বোলিং মূলত জয়ে এনে দিয়েছে বাংলাদেশকে। ফাহিমা ৩টি ও রুমানা নিয়েছেন ২টি করে উইকেট।

এদিকে, ২৩৫ রানের জয়ের লক্ষ্যে শুরুটা দারুণ ছিলো পাকিস্তানের। ৯১ রানের উদ্বোধনী জুটির পর এক পর্যায়ে ২ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ গড়ে তোলে পাকিস্তানি নারীরা। এরপর ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পরে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

ওপেনার সিদ্রা আমিন এক প্রান্ত আগলে রাখলেও বেশিদূর যেতে পারেনি পাকিস্তান। দলীয় ২১৫ রানে ১০৪ রান করে রানআউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে পাকিস্তানকে ২২৫ রানে বেঁধে ফেলে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা।

মিম/ সাজিদ