৩০ শিক্ষাবিদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন
2022-03-13 18:42:31


 

ঢাকা, মার্চ ১৩: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলসহ সব মহলের সঙ্গে পরামর্শ করে রোডম্যাপ তৈরির লক্ষ্যে ৩০ শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন।

রোববার বিকেল ৩টায় ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এই শিক্ষাবিদদের পরামর্শ নেবে ইসি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

 

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নিয়ে প্রথম অফিস করেন ২৮ ফেব্রুয়ারি। এরপর জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ভোটার দিবস উদযাপন করেন তারা। সর্বশেষ ২০১৭ সালের ৩১ জুলাই সর্বশেষ সংলাপে বসেছিল নির্বাচন কমিশন।

 

তানজিদ/শান্তা