করোনা সংক্রমণ শূন্যে আনতে চায় বাংলাদেশ
2022-03-11 18:26:23


ঢাকা, মার্চ ১১: করোনা পরিস্থিতি অনেকটা স্বস্তিদায়ক মন্তব্য করে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ শূন্যের কোটায় নামাতে চান তিনি। বৃহস্পতিবার শনাক্তের হার ১ শতাংশে ছিল উল্ললখ করে তিনি বলেন এদিন মৃত্যুও ছিল তিনজন। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে নার্সিং পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। টিকাদান কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পারায় এটি সম্ভব হয়েছে। এরই মধ্যে ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে সাড়ে ১২ কোটি, দ্বিতীয় ডোজ সাড়ে ৮ কোটি। টিকাদানে বিশ্বের দুইশ দেশের মধ্যে বাংলাদেশ এখন অষ্টম।’

জাহিদ মালেক বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজেও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য বিশেষ ক্যাম্পেইনও করা হবে। কয়েক দিনের মধ্যে এ কর্মসূচি শুরু হবে।’

দেশে টিকার কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, ‘টিকা কিনতে সরকার ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছে।’

সাজিদ/রহমান