খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর তিন প্রস্তাব
2022-03-10 17:30:55

ঢাকা, মার্চ ১০: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও শিক্ষায় সহযোগিতা জোরদারসহ প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মন্ত্রী পর্যায়ের ৩৬তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন।

প্রধানমন্ত্রীর দেওয়া তিনটি প্রস্তাবের প্রথমটি কৃষি গবেষণা ও শিক্ষায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। দ্বিতীয়ত কৃষি খাতে জৈবপ্রযুক্তি, ন্যানো টেকনোলজি ও রোবোটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তর এবং অংশীদারত্বের সুযোগ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জোরদার করা। এবং তৃতীয় প্রস্তাবে আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগের চাহিদা থাকায় কৃষি খাতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল গঠনের কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে এবারই প্রথম এফএও’র আঞ্চলিক সম্মেলন বসেছে, যাতে ৪৩টি সদস্য রাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও এবং নাগরিক সমাজের ৯০০ প্রতিনিধি অংশ নেন।

মিম/ সাজিদ