‘কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে কাজ করছে সরকার’
2022-02-28 19:22:50

ঢাকা, ফেব্রুয়ারি ২৮: কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এ আয়োজিত "কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা এবং কোভিড-১৯ এর প্রভাব" শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

ঢাকার ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনের আয়োজিত এ অনুষ্ঠান মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়ার প্ল্যান্টেশন ইন্ড্রাট্রিজ ও কমোডিটিজ বিষয়ক মন্ত্রী দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন।

মালয়েশিয়ার এ মন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে লিঙ্গ সমতা একটা বিশেষ মোড় নিয়েছে। তবে নারীর ক্ষমতায়নে কোন বিরূপ প্রভাব পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। 

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে সরকার। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

শিল্প মন্ত্রী লিঙ্গ সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও এক্ষেত্রে অগ্রগতির বিবরণও তুলে ধরেন।

সাজিদ/শান্তা