বাংলাদেশে বাড়তে পারে প্রথম ডোজ টিকা প্রদানের সময়
2022-02-26 19:22:27

ঢাকা, ফেব্রুয়ারি ২৬: আজ সারা বাংলাদেশে লক্ষ্যমাত্রা এক কোটির চেয়েও বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

সকালে ঢাকা মেডিকেলে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে, শেষ দিনে অনেক বেশি মানুষ টিকার জন্য ভিড় করায় সবাইকে আজ টিকা দেওয়া সম্ভব হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্ধ্যায় জানানো হবে প্রথম ডোজের সময় আর বাড়ছে কিনা। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম ও  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ সময় উপস্থিত ছিলেন।

হাশিম/শান্তা