ট্রেড লাইসেন্স নিতে লাগবে টিকা কার্ড
2022-02-26 17:15:05


ঢাকা, ফেব্রুয়ারি ২৬: ব্যবসা শুরু করতে  নতুন ট্রেড লাইসেন্স নিতে হলে টিকা কার্ড থাকা বাধ্যতামূলক এবং যেসব দোকানদারের টিকা কার্ড থাকবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রাজধানী শহর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। 

ঢাকা উত্তর  সিটি করপোরেশনের এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, যারা টিকা নিবে না তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। ১০টি অঞ্চলে ১০জন ম্যাজিস্ট্রেট নামানো হবে এবং কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল হবে বলেও জানান তিনি।  আর যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা কার্ড ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না বলে সতর্ক করেন মেয়র। 

শান্তা/হাশিম