ফুলেল শ্রদ্ধায় বিডিআর বিদোহে নিহতদের স্মরণ
2022-02-25 19:33:41

ঢাকা, ফেব্রুয়ারি ২৫: বাংলাদেশে ১৩ বছর আগে বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করা হল ফুলেল শ্রদ্ধায়।

শুক্রবার রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করেন। আইএসপিআর জানায়, রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিস্তম্ভে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান শ্রদ্ধা জানান একসঙ্গে।

পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের উপস্থিতিতে বনানীর সামরিক কবরস্থানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি পালন উপলক্ষে বিজিবির সকল স্থাপনায় বিজিবির পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিজিবির সকল সদস্য কালো ব্যাজ ধারণ করেছেন। বিজিবির সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে হয়েছে বিশেষ দরবার।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস -বিডিআরের নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সাজিদ/রহমান