ধান ও চালের দাম নির্ধারণ করে দিলো সরকার
2022-02-24 19:49:56

ঢাকা, ফেব্রুয়ারি ২৪: বাংলাদেশে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে ধান ও চালের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

বোরো মৌসুমে সরকারি পর্যায়ে সাড়ে ৬ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর ধানচাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ২৮ এপ্রিল থেকে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। 

প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সেদ্ধ চাল ৪০ টাকা এবং আতপ চাল ৩৯ টাকা।