জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
2022-02-22 19:04:51

ঢাকা, ফেব্রুয়ারি ২২: জাতিসংঘে ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ নিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো বিশ্বসংস্থায় পালিত হলো দিবসটি।

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের সঙ্গে যৌথ অংশীদারিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করে এলসালভাদর, নাইজেরিয়া, পর্তুগাল ও শ্লোভাকিয়া মিশন। অনুষ্ঠানে সহযোগিতা করে জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।

জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লা শহীদ। এ ছাড়া অনুষ্ঠানটি উপলক্ষে শুভেচ্ছা বাণী দেন ইউনেস্কোর মহাপরিচালক ও নিউইর্য়ক সিটির মেয়র। উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘ সদরদপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আগে সকালে যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

হাশিম/শান্তা